Home workout increases immunity during coronavirus. Probashi Bangla Health.
ঘরে এক্সারসাইজ করুন ফিটনেস গড়ুন। প্রবাসী বাংলা হেলথ এর সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন ।
সেীন্দর্যের উপমা সেীন্দর্যই কেবল। পৃথিবীতে এমন কোন সৃষ্টজীব নেই যে সেীন্দর্যকে ভালোবাসে না। সেীন্দর্য এমন একটা বিষয় যার কাছে আকাশের সূর্যটাও হার মানতে বাধ্য! সেীন্দর্য দুই প্রকার। যথা: বাহ্যিক সেীন্দর্য ও চারিত্রিক সেীন্দর্য। একটি সেীন্দর্য মানুষকে পথ ভুলিয়ে দেয়, আরেকটি সেীন্দর্য মানুষকে পথ দেখায় এবং সম্মানী বানায়। চরিত্রের সেীন্দর্যের কাছে বাহ্যিক সেীন্দর্য তুচ্চ! বর্তমান সমানে বাহ্যিক সেীন্দর্যের চর্চার কম্পিটিশন চলে। কে কার থেকে বড় বাহ্যিক সেীন্দর্যের অধিকারী এটা নিয়ে চারদিকে উদঘাটন হয়। কখনো মননে এমন চিন্তার উৎপত্তি হয়না যে এই সেীন্দর্য নগন্য সময়ের। আমরা সত্যিই আজ বাহ্যিক সেীন্দর্যের মোহে পড়ে পথ ভুলে গেছি। ভুলে গেছি নিজেদের আপন তাহজিব-তামাদ্দুন। এহানো পরিস্থিতিতে স্রষ্টার অনুগত্য করাও কারো কারো কাছে দুষ্প্রাপ্য বটে! তাই মুসলমানদের চরিত্র থেকেও এমন কিছু অসামাজিক কার্যকলাপ বেরিয়ে আসে যা কখনই গ্রহণযোগ্য নয়। এখন আর কেউ সত্য-মিথ্যার যথাযথ ডিফারেন্ট করতে চায় না। অথচ রাসূল স. -এর বিভিন্ন হাদিস থেকে জানতে পারি চরিত্রের সেীন্দর্যের কত প্রয়োজন!
তবে এই নয় যে, বাহ্যিক সেীন্দর্যের প্রয়োজন নেই। অবশ্যই বাহ্যিক সেীন্দর্যও মহান আল্লাহ তা’আলা পছন্দ করেন। (পরিস্কার পরিছন্ন থাকা ঈমানের অঙ্গ)। অন্তরের সেীন্দর্য খোদাভীতি পয়দা করে। যা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আত্মার সংশোধনই আত্মশুদ্ধি।